জৈন্তাপুর পুলিশের অভিযানে ৮নং টিলা হতে ৫ জুয়াড়ী আটক

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুলাই,রেজওয়ান করিম সাব্বির:সিলেটের জৈন্তাপুরে পুলিশ অভিযান চালিয়ে ৫জুয়াড়ীকে আটক করে। আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়- বহুদিন হতে উপজেলা সদরে একমাত্র পর্যটন স্পট সাইট্রাস গবেষনা কেন্দ্র। আর এ কেন্দ্রের আধীনে উপজেলা সুউচ্চ টিলা হচ্ছে ৮নং টিলা বা জৈন্তিয়া রাজ্যের ওয়াচ টাওয়ার। গবেষনা কেন্দ্রের কিছু সংখ্যাক অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজেসে রাত দিন সমান ভাবে কয়েকটি চক্র ৮নং টিলায় অবস্থান করে জুয়া, মদ ও অবাি ত নারীদের নিয়ে অপেন আড্ডায় মেতে উঠে। এনিয়ে গত বৎসর জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় চক্রটি আরও সক্রিয় হয়ে উঠে।

    পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত্বে গত ৩জুলাই শুক্রবার রাত সাড়ে ৮টায় অফিসার ইনচার্জ এর নির্দেশে জৈন্তাপুর মডেল থানার এ.এস.আই মশিউর রহমান সাইট্রাস গবেষণা কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন ৮নং টিলায় অভিযান পরিচালনা করে ৫জুয়াড়ীকে আটক করে। আটককৃতরা হল উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের রহমান মিয়ার ছেলে হারুন(২৫), একই গ্রামের কালাম মিয়ার ছেলে কবির(২৫), আব্দুর রহমানের ছেলে আনোয়ার(২৫), বিরাইমারা গ্রামের হোসেন আলীর ছেলে কাওছার(২৫), একই গ্রামের মান্নান মিয়ার ছেলে হাসান(২৫)। আটকৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
    এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- আমার নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদেরকে আটককরি পরে জুয়া আইনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালানা মাধ্যমে অর্থদন্ড দিয়ে আটকৃতদের ছেড়ে দেওয়া হয়।