জৈন্তাপুরে ২ধাপে ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

    0
    232

    মাষ্টার আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা

    জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:  সিলেটের জৈন্তাপুরে মাষ্টার  আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশন পক্ষে ২ধাপে করোনায় বন্দি অসহায় কর্মহীন পরিবারের মধ্যে প্রায় ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ সমাজসেবী অাব্দুল মতিন শাহীন ৷ প্রথম দফায় গত ৫ এপ্রিল হতে ২৪ এপ্রিল পর্যন্ত নিজপাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫ শত জন দরিদ্র কর্মহীন পরিবারে সহায়তা প্রদান করেন৷ অপরদিকে গত ৪মে গতে ২১ মে পর্যন্ত ২য় দফায় অারও ৫ শত জনের পরিবারে এই সহায়তা বিতরন করেন ৷

    গতকাল মাষ্টার আব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশন সহায়তা বিতরনের শেষ দিনেব বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রবের বাড়ীতে সহায়তা বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অাতাউর রহমান বাবুল, অাওয়ামীলীগ নেতা হায়দর আলী, জৈস্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহাননকবির খান, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য মোঃ রেজওয়ান করিম সাব্বির সহ অন্যান্যরা ৷ সরকারের নির্দেশে সরকারের পাশাপাশি তাদের ফাউন্ডেশনের পক্ষ হতে নিজপাট ইউনয়নের হতদরিদ্র প্রায় ১হাজার পরিবারের মধ্যে ৪লক্ষ টাকার এই সহায়তা বিতরণ করা হয়৷
    প্রধান অতিথির বক্তব্যে নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অাতাউর রহমান বাবুল বলেন, মাষ্টার অাব্দুর রহিম ও মেহেরুন্নেছা চৌধুরী ফাউন্ডেশন অত্র ইউনিয়নের হত দরিদ্র পরিবার গুলোতে রাত্রিকালীন সময়ে প্রচার প্রচারনা ছাড়াই হতদরিদ্রদের খোঁজে বের করে বাড়ী বাড়ী গিয়ে এই সহায়তা রাগের অন্ধকারে পৌছেদিয়ে উপজেলায় অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে৷ অামি তাদের এই সহায়তা পেয়ে প্রকৃত কর্মহীন পরিবার গুলো কিছুটা উপকৃত হল, আগামিতে এই ফাউন্ডেশন তাদের সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়াবে, তাদের পাশাপাশি অন্যান্যরা এগিয়ে আসার অাহবান জানান ৷