জৈন্তাপুরে সমাপনি পরীক্ষায় অংশ গ্রহন পুর্বের চেয়ে কম

    0
    317

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮নভেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃসারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ২০১৭সনে মোট ১২২টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩হাজার ৫শত ৭৪জন শিক্ষার্থী অংশগ্রহন করছে, যাহা বিগত ২০১৬সনের চেয়ে ৯শত ৩৮জন কম রয়েছে। ফলে বি ত হচ্ছে ঝরে পড়া শিশু শিক্ষার্থীরা।
    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে যানাযায়- আসন্ন ২০১৭সনের প্রাথমিক সমাপনি পরীক্ষায় ৮টি কেন্দ্র হতে মোট ৩হাজার ৩শত ৫০জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং ইবতেদায়ী সমাপতি পরীক্ষায় ২টি কেন্দ্র হতে ২শত ২৪জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

    শিক্ষার্থী সংখ্যা কম হওয়ার কারন জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন- বিগত বৎসর গুলোতে সমাপনি পরীক্ষায় উপজেলার এনজিও পরিচালিত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঝরে পড়া সাধারণ শিক্ষার্থীদের উপযুক্ত করে সমাপনি পরীক্ষায় অংশগ্রহন করানোর ফলে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্দ হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার মূল কারন হতে পারে।

    এ দিকে সচেতন মহলের সাথে আলাপচারিতায় জানাযায়- অনেক শিক্ষার্থী ২য়, ৩য় ও ৪র্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করে ঝরে পড়ে যায়। সে সকল শিক্ষার্থীদের কে এনজিও প্রতিষ্টান গুলো স্থানীয় সমাজকর্মীদের সহযোগিতায় খুঁজে খুঁজে বের করে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে থাকার কারনে উপজেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝরে পড়া শিশু শিক্ষার্থীর সংখ্যা রোধ হয়েছে।