জৈন্তাপুরে মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১ঃআহত-১

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মে,রেজওয়ান করিম সাব্বিরঃ জৈন্তাপুরে মিনি ট্রাক ও অটো রিক্সার মুখোমুখ সংঘর্ষে ঘটনাস্থলে রিক্সা চালক নিহত, যাত্রী আহত হয়েছে। এঘটনায় প্রায় ২ঘন্টা সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ।

    শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী মালবাহি মিনি ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামের লিয়াকত আলীর ছেলে আব্দুল আলী(২৫) অটো রিক্সা চালক নিহত হন। যাত্রী জৈন্তাপুর উপজেলার সরুফৌদ(রনী) গ্রামের ছিদ্দেক আলীর ছেলে জিয়াউর রহমান(৩৫) আহত হন।

    স্থানীয় জনতা আহত জিয়াউর রহমানকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে জিয়াউরকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এদিকে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সিলেট-তামাবিল মহাসড়ক সারীঘাট বাজারে সড়ক অবরোধ করে রাখে।

    এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের এস.আই রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে। বর্তমানে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আলোচনা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছে।