জৈন্তাপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    0
    239

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯মে,রেজওয়ান করিম সাব্বির: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৪টায় সিলেট জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মহিলা সমাবেশে ইউপি চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমদ, স্থানীয় সরকার সিলেট শাখার উপ-পরিচালক (উপ-সচিব) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক জাহিদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন সিলেটের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম।

    এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক শাহেদ আহমদ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ, সাংবাদিক শাহজাহান কবির খান, আবুল হোসেন মোঃ হানিফ, রেজওয়ান করিম সাব্বির, দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা সহ কয়েক শতাধিক মহিলা পুরুষ উপস্থিত ছিলেন।

    মহিলা সমাবেশে প্রধান অতিথি‘র বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন- বঙ্গবন্ধুর তনয়া ও সুযোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২১ ও নারী ক্ষমতায়ন ও সমঅধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।