জৈন্তাপুরে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে আহত-২

    0
    231

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুরে ভারতীয় চোরাইপতে আনা পেঁয়াজ বোঝাই ডি.আই ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে ২জন গুরুত্বর আহত হন।
    সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে ভারত হতে বিভিন্ন প্রকার মাদক সামাগ্রী, নাছির বিড়ি,নিম্ন মানের সিগারেট, গরু-মহিষ, চা-পাতা, পেঁয়াজ আমদানী হচ্ছে।

    ১৭ নভেম্বর রবিবার সকাল ৮টায় সীমান্তের চোরাই পথে আনা পেঁয়াজ বোঝাই দ্রুতগামী ডি.আই ট্রাক সিলেট-মেট্রো-ণ-১১-০৫০৭ জৈন্তাপুর হতে সিলেটে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাসকূপ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়।

    এঘাটনায় চালক সহ ২জন গুরুত্বর আহত হন। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

    ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে বিশ্বস্ত সূত্রে জানাযায় উপজেলার হরিপুর হেমু হাউদপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন সীমান্ত পথে ভারত হতে পেঁয়াজ নিয়ে আসছিল, দ্রুততার সাথে যাওয়ার করনে নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাটি ঘটেছে।
    জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রতিবেদককে জানান, ব্রেক ফেইল হয়ে একটি ছোট ট্রাক দূর্ঘটনার স্বীকার হয়েছে।