জৈন্তাপুরে বেকারদের জন্য ন্যাশনাল সার্ভিস চালু

    0
    346

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮নভেম্বর,রেজওয়ান করিম সাব্বির,নিজস্ব প্রতিনিধি: সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সকল নির্বাচনী ওয়াদা পালন করর যাচ্চেন। গত নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন বেকারদের জন্য ন্যাশনাল সার্ভিস চালু হবে, আজ তার বাস্তবায়ন হচ্ছে। সকল শিক্ষিত বেকারদের কাজে লাগিয়ে এদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হবে। ২০৪১ সালে আমাদের দেশ হবে একটি উন্নত দেশ। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবকদের কাজ করতে হবে। তিনি শনিবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জৈন্তাপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
    জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ ময়নুল জাকির, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা ও জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর ররহমান, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সাবেক সভাপতি ফয়েজ ফয়েজ অাহমদ, আব্দুল কাদির, চিকানাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাহমুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম শাহিনুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুর রহমান, মাসুদ আহমদ, সুমন আহমদ, নাসির উদ্দিন রাসেল, মোতাহার হোসেন শিমুল, নিক্সন রায়, নির্মল দেবনাথ, জালাল উদ্দিন, শামীম আহমদ, বাদশা মিয়া, জুয়েল আহমদ ডালিম, কামরান আহমদ, লুৎফুর রহমান, সুলতান মাহমুদ টিটন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগ শফিক আহমদ, কৃষকলীগের যুগ্ম আহবায়ক ইউ,পি সদস্য শামীম আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মির্জান আহমদ রুবেল, মাহবুবুর রহমান সবুজ, জাহিদুল ইসলাম জায়েদ, ময়নুল ইসলাম বীর, মনসুর আহমদ।
    জৈন্তাপুর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসুচির আওতায় ৬টি ইউনিয়নের ৯শ ১৬জন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। ৩ মাসের প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেয়া হবে।