জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে ১৬টি মহিষ আটক

    0
    274

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে লালাখাল তুমইর এলাকা হতে ১৬টি মহিষ আটক করা হয়।
    সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তুমইর এলাকা হতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ১৯ নভেম্বর দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৬টি ভারতীয় মহিষ আটক করে। এলাকাবাসী জানান ভারত হতে তুমইর এলাকাদিয়ে চোরকারবারী দলের সদস্য আমিন, ফারুক এবং জালাল এর নেতৃত্বে ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পর বিজিবি অভিযান চালায়, বিজিবি’র উপস্থিতিটের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়।

    এলাকাবাসী আরও জানায় লালাখাল সীমান্তের জালিয়াখলা, লালাখাল, তুমইর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, বাঘছড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার বস্তা মটরশুটি, আমদানীকৃত রসুন, মসুরি ডাল, চানা ডাইল, স্বর্ণেও বার পাচারকরে আসছে। অপরদিকে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মদ, ফেন্সিড্রিল, ইয়াবা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, নাছির বিড়ি, সুপারি, মোবাইল, হরলিক্স, ভারতীয় কসমেট্রিক্স, নি¤œ মানের চা-পাতা ও শত শত গরু-মহিশ চোরাকারবারীরা আমদানী করে আসছিল। অপরদিকে বিজিবি’র বিভিন্ন অভিযানে কিছু সংখ্যাক আটক হলে চেরাকারবারীরা তাদেও ব্যবসা পরিচালনা করছে।
    এ বিষয়ে জানতে ১৯ বিজিবি’র সিও (কমান্ডিং অফিসার) লে.কর্নেল আবু সাঈদ প্রতিবেদককে জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। ১৯ নভেম্বর গভীর রাতে ১৬টি ভারত হতে চেরাইপথে নিয়ে আসা মহিষ আটক করা হয়।