জৈন্তাপুরে ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের মত বিনিময় সভা

    0
    693

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে একঝাক তরুন যুবকের স্বউদ্যেগে প্রতিষ্ঠিত ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষানুরাগী, শিক্ষক মহল, সচেতন মহল, অভিবাবকদের নিয়ে মতবিনিময় সভা করে এসএসসি ব্যাচ ১৯৯৬ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন।

    ২৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় স্কুলের নিজস্ব মিলনায়তনে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হুসাইন আহমদ (বিএসসি) সভাপতিত্বে ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলমের স ালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ পাবলিক স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লেলিন পোদ্দার।

    বিদ্যালয় সম্পর্কীত বিশেষ ডকুমেন্টারী উপস্থাপন করেন ফ্রেন্ডশীপ পাবলিক স্কুল পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানাজার মোঃ আবু হানিফ মিয়া, দরবস্ত ইউপি’র চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ব্র্যাক মানেজার দিপংকর মন্ডল।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ১৯৯৬ ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মহিবুল হক, সহঃ সভাপতি মোঃ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ বিলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ ফয়জুল হাসান, প্রচার সম্পাদক রিংকু লাল দেব, সদস্য কবির আহমদ, শামসউদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক মন্ডলী, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, সচেতন মহল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, যুগের সাথে তাল মিলিয়ে জৈন্তাপুর উপজেলায় মান সম্পন্ন বিদ্যালয় এবং প্রযুক্তি সম্পন্ন কোন পাবলিক বিদ্যালয় নেই। মানসম্পন্ন একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার উন্নয়ন হয় এবং এলাকাটি জনবহুল এলাকাহিসাবে পরিনত হয়। আমি মনে করি জৈন্তাপুর উপজেলা সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৬ সনের একঝাঁক তরুন উদ্যোগতাদের নিরলস পরিশ্রমে এবং এলাকার শিক্ষার বিপ্লব সৃষ্টির লক্ষ্যে সরসরি নিজস্ব ভবনে আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে ফ্রেন্ডশীপ পাবলিক স্কুল প্রতিষ্ঠা করছে যাহা আমরা পারিনি।

    আমি আশাবাদ ব্যক্ত করছি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যদি বিদ্যালয়টি তার আলোক বর্তিকা ছড়িয়ে দিতে পারে তাহলে মান সম্মত প্রযুক্তি সম্পন্ন শিক্ষার জন্য অত্রাউপজেলার ছাত্রদের নিয়ে অভিবাবকরা সিলেট শহর কিংবা শহরতরীতে যেতে হবে না। শিক্ষার মান উন্নয়নে আমার সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।