জৈন্তাপুরে প্রবল বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত ১ প্রতিবন্ধি শিশু নিখোঁজ

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জুন,রেজওয়ান করিম সাব্বির: সিলেটের জৈন্তাপুরে প্রবল বর্ষনে উপজেলার বিভিন্ন অ ল প্লাবিত। পাহাড়ী ঢলে ১প্রতিবন্ধি শিশু নিখোঁজ। বিভিন্ন জন প্রতিনিধিদের দূর্গত এলাকা পরিদর্শন।

    গত ২দিনের টানা বর্ষনে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন অ ল প্লাবিত হয়েছে। আকস্মিক পাহাড়ী ঢলের ফলে উপজেলার নিম্না ল খারুবিল, বিরাইমারা, চাতলারপাড়, ঢুলটিরপাড়, লক্ষীপুর, চাতলারপার, হেলিরাই, থুবাং, উত্তর বাঘছড়া সহ বেশ কিছু এলাকা পাহাড়ী ঢলে প্লাবিত হয়। এদিকে গতকাল ১লা জুন সকাল সাড়ে ৭টায় ঝর্ণাটিলার ছড়ায় পানিতে প্রতিদিনের মত মুখ ধোত করতে যায় প্রতিবন্ধি শিশু (মুখবধির) পলি। সে কোন কিছু বুঝে উঠার আগেই ঝর্ণা টিলার প্রবলস্রেতে থাকে ভাসিয়ে নিয়ে যায়। সে উপজেলার গুয়াবাড়ী গ্রামের তাজুল মিয়ার মেয়ে পলি বেগম(৭)। অপরদিকে আকস্মিক বন্যার ফলে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা। এব্যাপারে জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান- বন্যার বিষয়টি শুনে আমি তাৎক্ষীনভাবে আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দূর্ঘতদের খোঁজ খবর নেই। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি ও রাঝনৈতিক নেতারা দূর্ঘত এলাকা পরিদর্শন করেন এবং দূর্ঘতদের মধ্যে শুকণো খাবার বিতরন করেন। এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক বলেন- শুনেছি প্রবল বণ্যায় শিশু নিখোঁজ হয়েছে।