জৈন্তাপুরে ডিবির অভিযানে ট্রাক ভর্তি পণ্যসহ গ্রেফতার

    0
    274
    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশেনায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাক ভর্তি অামদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি সহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
    ২ নভেম্বর শনিবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঠাকুরেরমাঠিস্থ সিলেট-তামাবিল মহাসড়কের আইসক্রীম ফ্যাক্টরি নিকট হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ভর্তি একটি ট্রাক (সিলেট-ড-১১-২৩৩০) তল্লাসী চালিয়ে ১০কাটুন ভারতীয় অমদানী নিষিদ্ধ নাছির বিড়ি, ১০ কাটুন পিকক, ১৫ কাটুন জেট সিগারেট পায়৷ এসময় চোরকারবারি দলের সদস্য জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে জালাল উদ্দিন(৩০) কে অাটক করে৷ উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক বাজার মূল্য ১২লক্ষ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় চোরাচালান অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
    সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সিলেট জেলার সীমান্ত এলাকাসহ সমগ্র এলাকায় মাদক এবং চোরাচালান নির্মূলের জন্য ইতিমধ্যে ডিবিসহ সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। যার প্রেক্ষিতে চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে।
    তারই ধারাবাহিকতায় আজ ভোর রাতে জেলা গেয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি এবং সিগারেট উদ্ধারসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করে। মাদক এবং চোরাচালান নির্মূলে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।