জৈন্তাপুরে ট্রাক-বিজিবি গাড়ীর মূখোমুখি সংঘর্ষ আহত-১০

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুন,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেট-তামাবিল মহহাসড়কে ট্রাক ও বিজিবির পিকআপ গাড়ীর মূখোমুখি সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর ৪বিজিবি সদস্যকে সিএমএস হাসপাতাল পাঠানের হয়েছে।

    সোমবার দুপুর ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের ৪নং বাংলা বাজার থেকে যাওয়া জাফলং গামী ট্রাকের সাথে তামাবিল থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক(অন-টেষ্ট) এর সাথে বিজিবির পিকআপ গাড়ী (সিলেট-ঠ-১১-০০৪২) এর শ্রীপুর এলাকায় মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

    এ ঘটনায় বিজিবির ১০ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সিপাহী পঙ্কজ(২১) আইডি নং৮৬১৭২, জসিমুল ইসলাম(৩০) আইডি নং৭০৬৬৩, ল্যান্স নায়েক শরিফুল ইসলাম(৩০) আইডি নং-৭২২৪৪, আরিফ উদ্দিন(২৫) আইডি নং-৮০৩৮৮, সুবেদার শাহআলম আইডি নং- ৬৫২৮, হাবিলদার মাকসুদ আইডি নং-৪৯২৩৬, নায়েক সুবেদার এনামুল আইডি নং৫৯৭১৫,সিপাহি সিগন্যাল আতিয়ার আইডি নং-৭০১৩৭, নায়েক সুবেদার ফুরকান আইডি নং-৬৫০৫, হাবিলদার সিগন্যাল মোতালেব আইডি নং-৩৮১৫৮। এদের মধ্যে গুরুত্বর আহত পঙ্কজ(২১) জসিমুল ইসলাম(৩০) ল্যান্স নায়েক শরিফুল ইসলাম(৩০) আরিফ উদ্দিন(২৫) কে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন বিজিবি সহ এলাকাবাসী।

    আহতদের মধ্যে ৪ জনের অবস্থা বেগতিক দেখে তাদেরকে গুরুত্বর আহতবস্থায় জালালাবাদ ক্যান্টনমেন্ট (সিএমএস) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক ও হাইওয়ে পুলিশের এস.আই রুহল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এব্যাপারে শ্রীপুর ৫বিজিবির কোম্পানী কমান্ডার আব্দুর রশিদ জানান- ঘটনার সংবাদ তাৎক্ষণিক ভাবে অহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।