জৈন্তাপুরে ট্রাক ও টহল পুলিশের গাড়ীর সংঘর্ষে আহত-৬

    0
    198

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২জুন,রেজওয়ান করিম সাব্বির:সিলেট-তামাবিল মহহাসড়কে ট্রাক ও পুলিশের টহল দলের লেগুনা গাড়ীর মূখোমুখি সংঘর্ষে ৫পুলিশ সহ ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর ৪ পুলিশ সদস্য গাড়ী চালক কে এম.এ.জি ওমসানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা হয়েছে।

    ১১ জুন গভীর রাত অনুমান ১.৩০টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং এলাকায় জৈন্তাপুর থানা থেকে চিকনাগুল এলাকায় টহলে যাওয়া পুলিশের লেগুনা নং- ঢাকা মেট্রো-চ-০২-৫৯৫৩ সাথে সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক নং- ঢাকা মেট্রো-ট-১৮-৭০৪৮ মূখোমুখি সংঘর্ষ ঘটে।

    এতে ঘটনাস্থলে লেগুনা চালকসহ ৫পুলিশ সদস্য আহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেট এম.এ.জি ওমসানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। আহতরা হলেন- লেগুনা চালক লিয়াকত আলী(৩০), পুলিশ কনেষ্টেবল নবীউর রহমান(২২), সালে আহমদ(২৩), বিধান দেব(২৪),আমিনুল ইসলাম(২৩), বিপ্লব সরকার(৩০)।

    এদের মধ্যে গুরুত্বর আহত হলেন লেগুনা চালক লিয়াকত আলী ও পুলিশ কনেষ্টবল নবীউর রহমান।

    অপরদিকে ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়, তবে চালক পালিয়ে যায়।

    এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক বলেন- আমাদের টহলটিম প্রতিদিনের ন্যায় টহলে বের হয়। প্রতিমধ্যে হরিপুর ৬নং এলাকায় গেলে অপরদিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকের আঘাতে দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করা হয়েছে।

    উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে।