জৈন্তাপুরে টমটম মেশিনে চাঁপা পড়ে নিহত-১ঃআহত-২

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জানুয়ারী,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুরে পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করেতে গিতে গার্ডার ভেঙ্গে ১ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় ২৫জানুয়ারী সোমবার গভীর রাত ২টায় উপজেলা সিলেট-তামাবিল মহা সড়কের মুফিজ মিয়ার বাড়ীর সম্মুখে অপরিকল্পিত ভাবে অনুমোদন বিহীন পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করতে গিয়ে গার্ডার ভেঙ্গে ১ব্যক্তি নিহত এবং ২ব্যাক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে আমির হোসেন(৩২), আহতরা হলেন ২নং লক্ষীপুর গ্রামের জিয়াউল ইসলাম স্বপন উরফে খন্দকার স্বপন(৩৫), মুফিজুল ইসলাম(৩৮)। ঘটনার পর পর এলাকাবাসী ফেলুডার মেশিনের সহায়তায় আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে। গুরুত্বর আহত জিয়াউল ইসলাম স্বপন উরফে খন্দকার স্বপন, মুফিজুল ইসলাম কে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    এঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস.আই মিন্টু চৌধুরী এবং এস.আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন।

    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার প্রেরণ করি। তারা লাশের সুরতহাল রির্পোট তৈরী করে এলাকাবাসীর ও নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ আমাদের কাছে রয়েছে। ডিএম এর অনুমতি পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।