জৈন্তাপুরে জিপিএ ৫-৩৯,জেএসসি ৯৫.২৬%

    0
    309

    জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: সারাদেশের ন্যায় জৈন্তাপুরে জে.এস.সি তে পাশের হার ৯৫.২৬% এবং জে.ডি.সি তে পাশের হার ৭৯.৫৫%। তিনটি প্রতিষ্ঠান শতভাগ উর্ত্তীণ। জৈন্তাপুর উপজেলার ২২টি প্রতিষ্ঠানের মধ্যে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শতভাগ পাশ।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে যানাযায়, এবারের জেএসসিতে জৈন্তাপুর উপজেলার ১৮টি বিদ্যালয় হতে ২৬৫৭জন পরীক্ষার্থী মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষায় অংশগ্রহন করে ৩৯টি এ+সহ ২৫৩১জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে উপজেলায় ৪টি প্রতিষ্ঠান হতে ৩৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১টি এ+সহ ২৮৪জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। উপজেলার ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। জৈন্তাপুর উপজেলার ২২টি প্রতিষ্ঠানের মধ্যে মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের শতভাগ পাশ করেছে।
    প্রতিষ্ঠান গুলোর মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় হতে ৮২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৬টি এ+সহ ৮০জন উর্ত্তীন হয় পাশের হার ৯৭.৫৬%, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১২৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ২টি এ+সহ ১১৯জন উর্ত্তীন হয় পাশের হার ৯৫.২০%, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় হতে ৪৮৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৫টি এ+সহ ৪২৯ জন উর্ত্তীন হয় পাশের হার ৮৮.৪৫%, বাউরভাগ উচ্চ বিদ্যালয় হতে ১২৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১২৩জন উর্ত্তীন হয় পাশের হার ৯৬.৮৫%, বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় হতে ১৩৯জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩৩জন উর্ত্তীন হয় পাশের হার ৯৫.৮৮%, সারীঘাট উচ্চ বিদ্যালয় হতে ১৬০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি এ+সহ ১৫৫জন উর্ত্তীন হয় পাশের হার ৯৬.৮৮%, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় হতে ২১৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৪টি এ+সহ ২১২জন উর্ত্তীন হয় পাশের হার ৯৭.২৮%, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুল হতে ৭৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৭৫জন উর্ত্তীন হয় পাশের হার ১০০%, খাজার মোকাম উচ্চ বিদ্যালয় হতে ১৪০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি এ+সহ ১৩৭জন উর্ত্তীন হয় পাশের হার ৯৭.৮৬%, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় হতে ২১৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৫টি এ+সহ ৯৮.১৫জন উর্ত্তীন হয় পাশের হার ৯৭.২৮%, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৪জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৯১জন উর্ত্তীন হয় পাশের হার ৯৮.৪৫%, রমজান রূপজান বাগের খাল একাডেমী হতে ১৬৪জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ২টি এ+সহ ১৫৩জন উর্ত্তীন হয় পাশের হার ৯৩.২৯%, চারিকাটা উচ্চ বিদ্যালয় হতে ১০৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি এ+সহ ৯৮জন উর্ত্তীন হয় পাশের হার ৯২.৪৫%, পূর্বরাজ মাহবুবুল আম্বিয়া চৌঃ মেঃ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় হতে ৮৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৮১জন উর্ত্তীন হয় পাশের হার ৯৫.২৯%, এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় হতে ১৪২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩৫জন উর্ত্তীন হয় পাশের হার ৯৫.০৭%, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ হতে ৩৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৫জন উর্ত্তীন হয় পাশের হার ৯৭.২২%, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৭৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি এ+সহ ৭৭জন উর্ত্তীন হয় পাশের হার ১০০%, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয় হতে ৮৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১টি এ+সহ ৮৬জন উর্ত্তীন হয় পাশের হার ১০০%, অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে ৩৯জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৫জন উর্ত্তীন হয় পাশের হার ৮৯.৭৪%, জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হতে ১৬৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩৭জন উর্ত্তীন হয় পাশের হার ৮৩.০৩%, সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা হতে ৮৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৬২জন উর্ত্তীন হয় পাশের হার ৭০.৪৫%, চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা হতে ৬৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৫০জন উর্ত্তীন হয় পাশের হার ৭৬.৯২%,