জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ

    0
    276

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১সেপ্টেম্বর,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত।গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোনালী ব্যাংক লিঃ জৈন্তাপুর শাখার আয়োজনে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার পরিচালনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

    সোনালী ব্যাংক লিঃ জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক অরুন কান্তি দাস এর সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আহমদের স ালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মৌরীন করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি জয়মতি রানী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ উদ্দিন এলএলবি, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সমন্বয়কারী সুভাস চন্দ্র আর্চায্য, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডেপুটি পরিচালক আবু তাহের মোঃ হাবিবুল্লাহ, জৈন্তাপুর শাখার আইটি অফিসার মোঃ জাকির হোসেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোঃ আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, ফখরুল ইসলাম, মাহবুবুল আম্বিয়া, মোঃ জাকারিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী গন সভায় উপস্থিত ছিলেন।
    বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সমন্বয়কারী সুভাস চন্দ্র আর্চায্য বলেন- জালনোট সংক্রান্ত সিলেট বিভাগে বর্তমানে ৩২১টি মামলা চলমান রয়েছে। অনেক সময় সাধারণ লোকজন বিনা অপরাধে এই জালনোট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকা পড়ে। তাই আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠানের আয়োজন করি।

    অনুষ্ঠানের মাধ্যমে অন্তত একজন লোক উপকৃতহন তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। পরে জালনোট ও আসলনোট চিনার বিভিন্ন কৌশল প্রজেক্টরের মাধ্যমে তুলো ধরা হয়।