জৈন্তাপুরে খুনঃস্বপন বিশ্বাসকে পুলিশের সোপর্দ করল পরিবার

    0
    228

    পুলক সৎকার সম্পন্ন, মামলা রেকর্ড, গ্রেফতারকৃতদের আদালতের প্রেরণ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃ অবশেষে পুলক হত্যার সাথে জড়িত অপর আসামী স্বপন বিশ্বাস (২০) কে পুলিশের হাতে তুলে দিল স্বপনের পরিবার। এনিয়ে এজাহার নামীয় ৩ আসামী গ্রেফতার, পুলকের সৎকার সম্পন্ন। দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের।

    এজাহার সূত্রে জানা যায়- গত ১০ ডিসেম্বর বিকালে স্কুল থেকে পুলক ঔষধ কিনার জন্য সারীঘাট বাজারে আসে এবং বোনের বাড়ী থেকে ১শত টাকা নিয়ে ঔষধ কিনে বাড়ী ফিরছিল। পূর্ব বিরুধের জের ধরে সহপাটিরা পুলকের গতিবিধি লক্ষ্য করে  পুলকের পিছু নেয় এবং সারীঘাট বাজার এলাকা হতে পুলককে অপহরন করে।

    পুলকের পিতা পান্না লাল রাউৎ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যাহার নং- ০৭, তারিখ ১৯-১২-২০১৫। তিনি এ প্রতিবেদককে জানান, ছেলে জীবিত পাওয়ার জন্য তিনি সব রকমের চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারেনি। তিনি ছেলে হত্যার উপযুক্ত শাস্তি দাবী করেন।

    এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মিন্টু চৌধুরী জানান- গতকাল ১৯ডিসেম্বর শনিবার দুপুর ১টায় নিয়মিত মামলায় আটককৃত ৩ আসামী আব্দুল কুদ্দুস, শাহাব উদ্দিন শাবু ও স্বপন বিশ্বাসকে আদলতে প্রেরণ করা হয়।

    অপরদিকে ২০ডিসেম্বর দুপুরে বাংলাদেশ হিন্দু বৈদ্ধ্য খৃষ্ঠান ঐক্য পরিষদের ডাকে পুলক হত্যাকারীদের ফাঁসির দাবীতে সিলেট জেলা শহিদ মিনারে মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে বলে জানান মানবাধিকার কর্মী রাখেশ রায়।