জৈন্তাপুরে  এক সহপাটির ইটের আঘাতে অপর সহপাটির মৃত্যু

    0
    337

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুলাই,রেজওয়ান করিম সাব্বিরঃসিলেটের জৈন্তাপুর উপজেলার পুড়াখাই নদীতে সহ পাটির ইটের আঘাতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
    এলাকাবাসী সূত্রে জানাযায়- গতকাল ১২জুলাই রোববার দুপুর ১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিগন্তের দুই সহপাটি মিলে গোসল করতে নামে পুড়াখাই নদীতে। দুই সহপাটি ইটের খন্ড নিয়ে ঢিল ছুড়া ছুড়ি খেলা করে নদীর পানিতে।

    খেলার এক পর্যায়ে সহপাটির ছোড়াঢিল মাথায় আঘাত লাগে জৈন্তাপুর উপজেলার সারীঘাট সরুফৌদ(রনি) গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছেলে আব্দুল কাদির শাহরিয়া(১২)। ঢিলের আঘাত প্রাপ্ত হয়ে শাহরিয়ার ঘটনাস্থলে পানিতে তলিয়ে যায়। সহপাটি গোয়াইনঘাট উপজেলার টিকর গ্রামের টেন্ডল হাজির ছেলে জামিল(৯) কিছুক্ষণ অপেক্ষা করে শাহরিয়ার ভেসে না উঠাতে বাড়ী ফিরে যায়।

    এদিকে শাহরিয়ার বাড়ী না ফিরলে নিকট আত্মীয়রা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করতে থাকে একপর্যায় বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার পুড়াখাই নদীতে শাহরিয়ারের মৃতদেহ পাওয়া যায়। লাশ পাওয়ার বিষয়টি তাৎক্ষনিক ভাবে জৈন্তাপুর মডেল থানায় সংবাদ দিলে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক, অফিসার ইনচার্জ(তদন্ত) রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পুড়াখাই নদীতে লাশ উত্তোলন করে অধিকত্বর তদন্তের জন্য শিশুর লাশটি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- প্রাথমিক ভাবে এটি ঘটনা না দূর্ঘটনা তা বলা যাচ্ছেনা। তবে তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে। এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।