জৈন্তাপুরে আ’লীগে বিতর্কীত প্রার্থী মনোনয়নে ক্ষোভ

    0
    278

    নিউজ ডেক্সঃ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র আ.লীগের বির্তকীত প্রার্থী মনোনয়ন করায় তৃর্ণমূল নেতৃবৃন্দরা জননন্দিত উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদকে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহনের আহবান জানায়।

    গতকাল বেলা সাড়ে ১১টায় কেন্দ্রিয় আ.লীগ ২য় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করে নাম ঘোষনা করার পর থেকে বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে। তবে তৃর্ণমূল নেতৃবৃন্দরা বলেন- কেন্দ্র ভূলপ্রার্থী নির্বাচন করলে আমরা কেন্দ্রের ভূল মেনে নিতে পারি না। যেহেতু আ.লীগের মনোনিত প্রার্থী লিয়াকত আলী একজন রাজাকার সন্তান তার হাতে স্বাধীনতা স্বপক্ষের শক্তি বাংলাদেশ আ.লীগের নৌকা তুলে দিয়েছে তাতে মুক্তিকামী জনতা মেনে নিতে পারে নাই। তারা জৈন্তাপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননন্দিত নেতা কামাল আহমদকে সতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের দাবী জানান।

    কারন লিয়াকত আলী একজন বির্তকীত নেতা, ভূমিখেকু, চিহ্নিত রাজাকার সন্তান তাই আমরা থাকে মেনে নিতে পারি নাই। সময়ের দাবী স্বাধীনতা স্বপক্ষের শক্তি ছাত্র রাজনীতি হতে উঠে আসা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কর্মীবান্ধব নেতা। আমরা আশারাখি কামাল আহমদ সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে আসলে অবশ্যই তিনি নির্বাচিত হবেন।