জৈন্তাপুরে অগ্নিকান্ডে ১০পরিবারকে নগদ ৫০হাজার টাকা অনুদান

    0
    201

    ” অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা  “

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মার্চ,রেজওয়ান করিম সাব্বির:জৈন্তাপুরে আসামপাড়া আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডের ঘটনায় ১টি ব্যারাকের ১০পরিবারের সদস্যদের টাকা সহ ৫০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়। এঘটনায় পর ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উপজেলা পরিষদের বিশেষ তহবিল হতে নগদ ৫০হাজার টাকা অনুদান তুলেদেন।

    জানা যায় ১০মার্চ রাত অনুমান ১০টায় আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের ৮নং ব্যারাকে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুত্বের মধ্যে ব্যারাকের পুরো টিন শেডের ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এঘটনায় ১০টি পরিবারের নগদ টাকা সহ প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

    অগ্নিকান্ডের ঘটনার গতকাল ১১ মার্চ বুধবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন ও উপজেলা নির্বাহী খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের মুক্তিযোদ্ধা বিরেন্দ্র কান্ত দেব, শেলী রানী দেব (মুক্তিযোদ্ধা পরিবার), নিপা রানী দেব, সাাবত্রী মালাকার, বাবুল নাথ, এলা রানী দেব, লালন পাল, শেপালী রানী দাস, কাজলী রানী মালাকার, প্রনতী রানী দেব এর হাতে উপজেলা পরিষদের বিশেষ তহবিল হতে নগদ ৫০হাজার টাকা অনুদান তুলে দেন।

    পরিদর্শন কালে চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন- সৃষ্টিকর্তার ইচ্ছায় এঘটনাটি ঘটেছে, কেউ ইচ্ছা পূর্বক ঘটনাটি ঘটায়নি। তিনি ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের সকল সদস্যদের সান্তনা দিয়ে বলেন। আমরা বিষয়টি প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যত দ্রুত সম্ভব ব্যারাক গুলো পূর্ণসংস্কার করে আপনাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।

    এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুরে কর্মরত সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল, আবুল হোসেন মোঃ হানিফ, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির, ইউপি সদস্য মাহমুদ আলী, করিব আহমদ, আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের সভাপতি আব্দুল জলিল সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।