জৈন্তাপুরের গ্যাংরিন আক্রান্ত লিটন আর বেঁচে নেইঃপ্রবাসীর সাহায্যের অর্থ মায়ের হাতে

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩এপ্রিল,রেজওয়ান করিম সাব্বিরঃজৈন্তাপুরে গ্যাংরিন রোগে আক্রান্ত লিটন আর বেঁচে নেই। তাহার চিকিৎসার জন্য প্রবাসীর প্রেরীত অর্থ লিটনের মায়ের হাতে তুলে দিলেন জৈন্তাপুর সেচ্ছাসেবক টিমের সদস্যরা।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গ্যাংরিন আক্রান্ত লিটনের ছবি সহ একটি ষ্ট্যাটাস লিখেন জৈন্তাপুর সেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক ভিত্রিখেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ফেইসবুকে ষ্ট্যাটাস পড়ে গ্যাংরিন রোগে আক্রান্ত নিজপাট ইউনিয়নের ইছুব আলীর ছেলে তিন সন্তানের জনক মোঃ লিটন মিয়া(৩৫) সু-চিকিৎসা মাধ্যমে সুস্থ্য করার জন্য এগিয়ে আসেন লল্ডন প্রবাসী কানাইঘাটের মাঠি মানুষের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এম.এ শাকুর সিদ্দিকি। অবশেষে গত ১১এপ্রিল শনিবার বিকাল ৩টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ লিটন মিয়া(৩৫)। তার মৃত্যুর সংবাদে দারিদ্র পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিকে রাত ৯টায় লিটনের বায়তুল আমান জামে মসজিদ যশপুর মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পাঞ্চেখানা কবরস্থানে দাফন করা হয়।

    অপর দিকে লিটনের আকস্মীক মৃত্যু গভীর ভাবে শোক প্রকাশ করে জৈন্তাপুর সেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি সভাপতি শাহেদ আহমদ, ভিত্রিখেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর পরিচালক সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর আঞ্চলিক পরিচালক সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির ও বঙ্গবন্ধু কিশোর মেলার সদস্য সুমন আহমদ সহ অন্যান্যরা। তারা শোক বার্তায় মাহান রব্বুল আল-আমিনের দরবারে নিহতের লিটনের বিদ্রোহী আত্মার মগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    এদিকে গতকাল ১২এপ্রিল বিকাল ৫টায় লন্ডন প্রবাসী এম.এ. শাকুর সিদ্দিকি চিকিৎসার জন্য প্রেরীত অর্থের বেঁচে যাওয়া ৩০হাজার টাকা মরহুম লিটনের মায়ের হাতে হস্তান্তর করেন নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্তাজ আলী, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ভিত্রিখেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর পরিচালক সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর আঞ্চলিক পরিচালক সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির ইউপি সদস্য শামিম আহমদ, সাংবাদিক শাহজাহান কবির খাঁন, আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ ছাত্রনেতা রাসেল আহমদ প্রমুখ।