জৈন্তাপুরস্থ মহিলা কলেজ ও গোয়াইনঘাট ডিগ্রী কলেজ জাতীয়করণ

    0
    365

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জুলাই,রেজওয়ান করিম সাব্বিরঃ সারা দেশে থেকে সরকার এ বৎসর উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করে। এরই আওতায় সংসদ সদস্য ইমরান আহমদের নির্বাচনী এলাকায় ২টি কলেজ জাতীয়করন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সংসদ সদস্য ইমরান আহমদ গতকাল বুধবার নিজ নামে প্রতিষ্ঠিত কলেজে উপস্থিত হয়ে ঘোষনা দেন। এসময় তিনি বলেন শিক্ষা বিস্তারে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।

    গতকাল ২৯ জুলাই বুধবার বিকাল ৪টায় সিলেটের জৈন্তাপুরস্থ ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজ হল রুমে অনুষ্ঠিত জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদের স ালনায় অধ্যক্ষ ডা. এনামুল হক সরদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, ডেপুটি কমান্ডার হাজি আনোয়ার হোসেন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহিনী রঞ্জন দে, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, ক্যপ্টেন রশিদ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, আলমগীর হোসেন, লায়ন্স এ.এ.হক, আমেরিকা প্রবাসী আরটিএন আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী আখলাকুল আম্বিয়া চৌধুরী, আতাউর রহমান বাবুল, এম.কে.নাইয়াং, আরোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সেদু মিয়া, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, প্রভাষক মুক্তি বড়–য়া, শিখা রায়, নাহিদ সুলতানা রুমি, গোপিকা রঞ্জন দাস, এম নুরুন নবী, মোঃ রেজাউল হাসান, জিতেন কুমার চক্রবর্তী, পপী রানী রায়, আওয়ামীলীগ নেতা নজির আহমদ, সুমন আহমদ, মাসুদ আহমদ, জৈন্তাপ্রেস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নুরুল ইসলাম, সীমান্ত মিডিয়ার পরিচালক আবুল হোসেন মোঃ হানিফ, আ লিক পরিচালক মোঃ রেজওয়ান করিম সব্বির, জলালবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বেলাল, ফটো সাংবাদিক শাহজাহান কবির খান, জমি দাতা ইদু মিয়া সহ কয়েক শতাধিক শিক্ষার্থী।

    প্রধান অথিতির বক্তব্য ইমরান আহমদ বলেন- শেখ হাসিনার সরকার বাংলাদেশের শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়া চলতি বৎসরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা এবং আগামী ১বৎসরের দেশের প্রতিটি ইউনিয়নকে শক্তিশালি ইন্টারনেট এর আওতায় নিয়ে আসবে। এজন্য প্রত্যেককে নিরলস ভাবে কাজ করতে হবে। আগামী দিনে আমার সংসদীয় আসনে শিক্ষা ক্ষেত্রে সরকারের সহযোগীতায় আরও উন্নয়ন করব বলে ঘোষনা দেন।