জেলা প্রশাসক মীর নাহিদ আহসান’র সাথে শ্রীমঙ্গলে মতবিনিময়

    0
    616

    মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলায় নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান’র সাথে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সেবা গ্রহীতাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পরিচালিত মতবিনিময় অনুষ্ঠান শ্রীমঙ্গলের ডাক বাংলোতে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে ছাত্রদের মাঝে বাই-সাইকেল বিতরন করেন।

    ৪০ টি বাইসাইকেল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৪০ জন উপকার ভোগী ছাত্রকে প্রদান করা হয়।

    পরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনু্ষ্ঠানে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং অত্র জেলায় থাকাকালীন অবস্থার উপর নির্ভর করে পরবর্তিতে এই রকম একটি অনুষ্ঠানে এসে যে সকল সমস্যা তিনি নোট করেছেন এর কোনটি সমাধান করতে পেরেছেন এবং কোনটি কেন সমাধান করতে পারেননি তা ব্যাখ্যা করবেন বলে অনুষ্ঠানে অঙ্গিকার করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন শিক্ষক জহর তরফদার।

    শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাবেক বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন, সহকারি কমিশনার (ভুমি) মো. নেছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী রানী,শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালিকসহ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বদরুল আলম শিপলু, ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান বানু লাল রায়, ৫ নং কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

    অনুষ্ঠানের বক্তব্য রাখছেন সভাপতি নজরুল ইসলাম ইউএনঅ,শ্রীমঙ্গল।

    স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে,কাওসার ইকবাল,আনিসুল ইসলাম আশরাফী,বিকুল চক্রবর্তি, আতাউর রহমান কাজলসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

    সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০ টি বাইসাইকেল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৪০ জন উপকার ভোগী ছাত্রকে প্রদান করা হয়।একই সময়ে ৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও মৃতদের মনোনীতদের ৬ জনের মধ্যে ৩ লক্ষ টাকা সমাজ সেবা অফিসের মাধ্যমে প্রদান করা হয়।

    বক্তব্য রাখছেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

    প্রসঙ্গত, মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ নবাগত প্রশাসকের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন, এর মধ্যে উল্লেখ যোগ্য দাবী গুলো হচ্ছে,দ্রুত প্রস্তাবিত পৌর এলাকার সীমানা মীমাংসা করে শ্রীমঙ্গল পৌর সভা নির্বাচন, সরকারী কলেজের সম্মুখস্থ মাঠ থেকে ময়লার বাগাড় সরানো, পর্যটন এলাকার রাস্তা ঘাট মেরামত, সড়কের দু পাশে থাকা ফুটপাতের গাছ গাছড়া কেটে রাস্তা পরিষ্কার করে পথচারীদের চলাচলের বাঁধা দুরকরন,দখলকৃত ও ভরাট হওয়া পাহাড়ি ছড়া গুলো উদ্ধার করে পাহাড়ি পানি হাওরের দিকে নিষ্কাসনের সুবিধা তৈরি,করোনা মৌসুমে উপজেলায় কর্মরত প্রকৃত সাংবাদিকদের প্রণোদনা প্রদানের ব্যবস্থা করন, বেদখল হওয়া খেলা ধুলার মাঠ উদ্ধারসহ নতুন মাঠের ব্যবস্থা করন, শহরের রাস্তা ঘাটের ফুটপাতের দোকানপাট সরিয়ে স্কুল কলেজে যাতায়াতের রাস্তা পরিষ্কার করন,ব্যাটারি চালিত রিক্সাকে আইনের আওতায় আনয়ন,বাস স্ট্যান্ড নির্ধারন, পর্যটন এলাকার শ্রীবৃদ্ধি করন, লাউয়াছরা উদ্যানের সমাধান, কালাপুরে ইউনিয়নে কৃষি অফিস কর্তৃক চাষাবাদের জন্য পানির ব্যাস্থা করন,মৌলভীবাজারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি দাবীর জবাবে জেলা প্রশাসক আশ্বস্ত করেন এবং সম্ভাব্য ও এক্তিয়ারভুক্ত বিষয় গুলোর সমাধান করবেন।

    অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌরসভার কোন প্রতিনিধিকে দেখা যায়নি।

    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।