জেলা পুলিশ মৌলভীবাজারের নতুন মোবাইল নম্বার

    0
    357

    নিজস্ব প্রতিনিধিঃ  আগামী ১ অক্টোবর ২০২০ তারিখ রোজ শুক্রবার হতে মৌলভীবাজার জেলাবাসীসহ প্রয়োজন সাপেক্ষ জেলা পুলিশ, মৌলভীবাজার এর সেবা পেতে পরিবর্তনকৃত নিম্নবর্ণিত বর্তমান নম্বর সমূহে যোগাযোগের জন্য লিখিত নোটিসের মাধ্যমে অনুরোধ করা হয়েছে। নিম্নে ছবি আকারে মোবাইল নম্বারের একটি ফাইল দেওয়া হল।

    উল্লেখ্য, পুলিশের বিভিন্ন ইউনিটে বর্তমানে নানা সিরিজের মোবাইল ফোন নম্বর ব্যবহূত হচ্ছে। এতে মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে খোদ পুলিশ সদস্যরাই বিভ্রান্ত হচ্ছেন। নানা সিরিজের নম্বর থেকে পুলিশের ফোন পেয়ে মানুষও বিভ্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশে ব্যবহূত সব মোবাইল নম্বর একই সিরিজভুক্ত করা হয়েছে । এ নিয়ে গ্রামীণ ফোনের সঙ্গে পুলিশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

    চলতি সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পুলিশ সদরদপ্তরের শাপলা হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নতুন এ চুক্তির আওতায় গ্রামীণ ফোন পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ দেওয়ার কথা।

    পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের সব ইউনিটই সরকারি মোবাইল ফোন নম্বর হিসেবে গ্রামীণ ফোনের সিমকার্ড ব্যবহার করে আসছে। এরমধ্যে পুলিশের বিভিন্ন ইউনিট নানা সিরিজের নম্বর ব্যবহার করছে। একই সিরিজের নম্বর খোলা বাজারেও বিক্রি হওয়ায় সাধারণ মানুষের হাতেও রয়েছে। ফলে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী পুলিশের সব ইউনিটের মোবাইল নেটওয়ার্ক একই পল্গাটফর্মে একই সিরিজের আওতায় নিয়ে আসা হচ্ছে।