জুড়ী কলেজের ২০তম ব্যাচের রোভারদের বিদায়ী অনুষ্টান

    0
    383

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জানুয়ারী,হাবিবুর রহমান খানঃ  “জন্মের পর পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়েও সুন্দর রেখে যেতে চেষ্টা কর “মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ রোভার স্কাউটস তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ রোভার এর ২০তম ব্যাচের বিদায়ী অনুষ্টান অনুস্টিত হয়।

    আজ (৩০জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় কলেজ লাইব্রেরী কক্ষে প্রভাষক মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ, অরুণ চন্দ্র দাস এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম,এ মুজিব মাহবুব প্রতিষ্টাতা সদস্য কলেজ গভর্ণিং বডি।

    ২০তম বিদায়ী অনুষ্টানে স্বাগত বক্ত্য রাখেন জনাব ফরহাদ আহমেদ, উপাধ্যক্ষ তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ,বাংলা প্রভাষক শিব্বির আহমদ,ইংরেজী প্রভাষক রায়হানুল ইসলাম,আর এস এল বরুন চন্দ্র দাস অফিস সহকারি মুহাম্মদ সাইদুল ইসলাম,কম্পিউটার ল্যাব সহকারী মাসুম আহমদ, ১৮তম ব্যাচের এস আর এম রোভার এবাদুর রহমান, ২০তম ব্যাচের রোভার রনি আহমদ প্রমুখ।

    এ সময় ২০তম ব্যাচের রোভার রনি আহমদ ২১তম ব্যাচের রোভার এস আর এম এর কাছে রোভার পতাকা তুলেদেন, ২০তম ব্যাচের ২৪ জন রোভার এর হাতে সনদপ্রত ও ক্রেস্ট তুলে দেন কলেজ রোভার এর সভাপতি অরুণ চন্দ্র দাস,