জুড়ীতে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

    0
    247

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুলাই,হাবিবুর রহমান খানঃ “অর্থ পুষ্টি  স্বাস্হ্য  চান-দেশী ফলের গাছ লাগান”।এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জুড়ী “শিশু পার্ক” উদ্যানে আজ শনিবার দুপুর (২২জুলাই) থেকে ৩ দিন ব্যাপী ফলদ (ফলজ), বনজ ও ঔষধি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

    জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বর্ণালী রাণী পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ‘বৃক্ষ মেলা’র প্রধান অতিথি থেকে মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার। এ মেলায় ৯টি স্স্টল অংশগ্রহণ করে।