জুড়ীতে সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    0
    310

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২এপ্রিল,জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ  মৌলভীবাজারের জুড়ী উপজেলার ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক ‘মানব ঠিকানার’ স্টাফ রিপোর্টার জুড়ী উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হারিস মোহাম্মদের উপর ষড়যন্ত্র মূলক সাজানো মামলায় ৮ এপ্রিল রাতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে জুড়ী পুলিশ।

    বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক হারিস মোহাম্মদ জামিন পেয়ে বৃহস্পতিবার (১২ এপ্রিল) জুড়ী শহরের ‘মেহমানবাড়ী রেষ্টুরেন্টে’ জুড়ী ও বড়লেখা উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, তিনি জাঙ্গীরাই গ্রামের হাজী জয়নাল আবেদীনের লন্ডন প্রবাসী ছেলে নাসির উদ্দিন দেশে আসা উপলক্ষে রোববার (৮ এপ্রিল) রাতে তার বড় ভাই আমার বন্ধু ফিরোজ মিয়া তাদের বাড়ীতে নৈশভোজের দাওয়াত করেন আমাকে।

    ওই দিন রাত অনুমান ৮ টার সময় আমার ব্যবসায়ী পার্টনার বাবুল মিয়াসহ তাদের বাড়ীতে যাই। বাড়ীতে অবস্থান করার ১৫ মিনিটের মধ্যে জুড়ী থানার কয়েকজন পুলিশ সদস্য ওই বাড়ীতে উপস্থিত হয়ে কোনো কিছু বুঝে উঠার পূর্বেই আমাদেরকে গাড়ীতে তুলে জুড়ী থানায় নিয়ে যায়। পরদিন সোমবার (৯ এপ্রিল) পুলিশ পরিকল্পিত ভাবে কিছু তাস ও টাকা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখে আরো তিন আসামীর সাথে আমাকে দাঁড় করিয়ে ছবি নেয়।

    পরে হয়রানী মুলক সাজানো মামলা দিয়ে সোমবার (৯ এপ্রিল) বিকেলে আদালতে পাঠায়। ওই দিন কিছু মহল বিশেষের ইঙ্গিতে সকালে আমাকে আদালতে না পাঠিয়ে অযথা কালক্ষেপন করে সন্ধ্যায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। যাতে ওই দিন আমি জামিন না পাই।

    সংবাদ সম্মেলনে অশ্র“সজল চোখে এসব কথা বলেন সাংবাদিক হারিস মোহাম্মদ। হারিস মোহাম্মদের বন্ধু ফিরোজ বলেন, আমার মেহমান হাারিস মোহাম্মদকে আমার বাড়ী থেকে কোন অভিযোগ ছাড়া ধরে নেয়ায় আমিসহ আমার পুরো পরিবার হতভম্ব। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা ইউনিট সভাপতি সিনিয়র সাংবাদিক ‘দৈনিক যুগান্তর’ প্রতিনিধি আব্দুর রব, মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট্স ফাউন্ডেশনের বড়লেখা ও জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ‘দৈনিক মানবজমিনের’ বড়লেখা প্রতিনিধি মোঃ রুয়েল কামাল, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার প্রতিনিধি ও ‘হাকালুকি নিউজ সম্পাদক’ এমএম সামছুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ‘দৈনিক মানবজমিনের’ জুড়ী প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সভাপতি।

    জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও ‘দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকার জুড়ী প্রতিনিধি এবিএম নুরুল হক,সাধারণ সম্পাদক ও ‘দৈনিক ভোরের কাগজ’ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, , ‘দৈনিক জালালাবাদ’ পত্রিকার প্রতিনিধি নাজমুন নাহার, ‘দৈনিক যায়যায় দিন’ পত্রিকার জুড়ী প্রতিনিধি আব্দুর রহমান শাহিন, দৈনিক মানচিত্র প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক মৌমাছি কন্ঠ’ পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান খান ও আমাদের সিলেট প্রতিনিধি এমএ সবুর প্রমুখ।