জুড়ীতে শিক্ষক কর্তৃক ব্যবসায়ীরা লাঞ্ছিত 

    0
    237

    জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তার অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। স্কুলের সম্মুখে মেসার্স দেওয়ান ট্রেডার্স এর স্বত্ত্বাধীকারী দেওয়ান ফজলুল হক, মেসার্স মর্তুজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী মোঃ মর্তুজ আলী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়ার দ্বারা লাি ত হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া ক্ষমতাসীন দলের নেতা। দলীয় প্রভাব খাটিয়ে তিনি মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। অনেকেই তার ভয়ে সদা থাকেন তটস্থ।

    উপজেলা শিক্ষা কমিটির সদস্যের দাপট খাটিয়ে তিনি সর্বত্র দম্ভোক্তি করে বেড়ান। তার স্কুলের সম্মুখে ব্যবসায়ী দোকানদারদের সাথে করেন অসৌজন্যমূলক আচরণ। সম্প্রতি দুই ব্যবসায়ীসহ অন্য ব্যবসায়ীরা তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করলে ওই শিক্ষক তাদের হুমকি দিয়ে বলেন, দাঁড়ান দেখাচ্ছি। উজ্জল ভূঁইয়া আরো কয়েকজন ছাত্রলীগকর্মীকে তাৎক্ষণিক উত্তেজিত হয়ে ওই শিক্ষক তাদেরকে গালাগালিসহ হুমকী দিয়ে বলেন, এখানে ব্যবসা করতে হলে আমার কথামতো চলতে হবে। তিনি তার দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ব্যবসায়ীদেরকে নানা ভাবে হয়রানি করছেন। এ ব্যাপারে ব্যবসায়ী ফজলুল হক, মর্তুজ আলীসহ অনেকেই জানান, তারা তাদের দোকানের সামনে মালামাল রাখতে গেলেই সিরাজুল ইসলাম ভূঁইয়া বাঁধা দেন।

    এছাড়া পণ্যবাহী গাড়ী এসে দোকানের সামনে দাঁড়ানো মাত্রই সিরাজুল ইসলাম ভূঁইয়া কোন কারণ ছাড়াই গাড়ীর চালক এবং ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালীগালাজ করেন।

    অভিযোগ প্রসঙ্গে জানতে, শিক্ষক সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।