জুড়ীতে মালিকানাধীন জায়গা দখল করে রাস্তা নির্মাণ

    0
    295

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুন,জুড়ী প্রতিনিধিঃ   মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দীর্ঘ ৩৫ বছরের একটি পুরাতন রাস্তা সংস্কার না করে মালিকানাধীন জায়গা দখল করে সেই স্থানে নতুন রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই রাস্তা নির্মাণ কাজে অত্র ইউনিয়ন ৮নং ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি ইয়াকুব আলী জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

    এব্যাপারে জায়গার মালিক দূর্গাপুর গ্রামের বাসিন্দা হাজী তৈয়ব আলী প্রতিবাদ করলেও প্রকল্প সভাপতি রাস্তার নির্মাণের কাজ চালিয়ে যান। জায়গার মালিকের সাথে একাত্মতা ঘোষনা করে প্রতিবাদ জানান অত্র গ্রামের বলুচান মিয়া, আপ্তাব আলী, নিমার আলী ও নেওয়ার আলীসহ আরো অনেকে। এলাকাবাসী ও জায়গার মালিকের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, দূর্গাপুর ‘বিসমিল্লাহ বাজার হতে গোবিন্দপুর লুলু হাজীর বাড়ি পর্যন্ত’ আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণ করে প্রায় ৩৫ বছর যাবত মানুষজন চলাচল করলেও পরবর্তীতে যান চলাচলও করত।

    ওই সময় দূবাই প্রবাসী ফারুক মিয়ার বাড়ির সামনে দিয়ে ওই রাস্তাটি নির্মাণ করা হয়। সম্প্রতি ওই রাস্তা সংস্কারের জন্য অত্র ইউনিয়নে একটি প্রকল্প আসে। প্রকল্পের কাজের জন্য ইয়াকুব আলীকে প্রকল্প চেয়ারম্যান নিযুক্ত করে দেন অত্র ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ।

    অভিযোগকারীরা জানান, রাস্তা সংস্কারের সময় প্রবাসী ফারুক মিয়া প্রকল্প চেয়ারম্যানকে পূর্বের রাস্তায় সংস্কার কাজ না করে পার্শ্ববর্তী বাড়ির জায়গা দিয়ে নতুন রাস্তা নির্মাণ করার জন্য ইয়াকুব আলীর হাতে ২০হাজার টাকা তোলে দেন। প্রকল্প চেয়ারম্যান উক্ত টাকা পেয়ে পুরাতন রাস্তা সংস্কার না করে মালিকানাধীন জায়গার উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ শুরু করেন। তখন বাড়ির মালিক ও এলাকার লোকজন প্রতিবাদ জানান।

    এ প্রতিবাদে কর্নপাত করেননি ইউপি সদস্য। বরং  উল্টো টাকার বিনিময়ে ফারুক মিয়াকে পুরাতন রাস্তায় কলাগাছসহ অন্যান্য বৃক্ষ রোপন করে ওই সীমানায় বেড় দিয়ে রাস্তা বন্ধ করার উৎসাহ প্রাদান করেন ওই ইউপি সদস্য।

    এখন পূর্বের ওই সরকারি রাস্তাটি দখলে রাখছেন প্রবাসী পারুক মিয়া। পক্ষান্তরে হাজী তৈয়ব আলীর জায়গা দিয়ে নতুন রাস্তা নির্মাণ করার ফলে ওই রাস্তার মাটি তার পুকুরে গিয়ে পড়ে একদিকে যেমন পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নতুন এ রাস্তা দিয়ে যান চলাচল করলে হঠাৎ দূর্ঘটনার শিকার হয়ে জনগনের জান মালের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    এব্যাপারে প্রকল্প সভাপতি ইয়াকুব আলী তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পুরাতন রাস্তা দিয়ে যান চলাচলে অসুবিধা হয়। তাই নতুন জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করছি।