জুড়ীতে বিশ্ব সেরাদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু

    0
    493

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮ডিসেম্বর,হাবিবুর রহমান খানঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তিলাওয়াত সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা  আজ ৪ টায় হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু  হয়েছে।
    বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী দানবীর মরহুম “হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ” এর উদ্যোগে তিলাওয়াত সংবর্ধনা পর্বে প্রধান ক্বারী হিসেবে উপস্হিত আছেন তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার পরিচালক হাফিজ ক্বারী মাওলানা ওলিউর রহমান খান এবং ইসলামিক ট্যালেন্ট হার্ট আরটিভি ২০১৪ এর প্রথম স্হান অধিকারী হাফিজ ক্বারী মুর্শেদ সিরাজী, ঢাকা।
    বিশ্বসেরা কুরআনের পাখিদের ঐতিহাসিক মিলনমেলার অন্যতম বিশেষ আকর্ষন সৌদিআরব, দুবাই, ভারত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারী আন্তর্জাতিক বিশ্বজয়ী ক্ষুদে হাফিজ নাজমুস সাকিব, বাহরাইন, দুবাই, কুয়েত, কাতার, জর্ডান, সুদান হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বিশ্বজয়ী হাফিজ মুহাম্মদ জাকারিয়া, সৌদিআরব, দুবাই, মিশর, কুয়েত, হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের অহংকার বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ আল মামুন- ঢাকা ও সৌদিআরবে ২০১৭ এ অনুস্টিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার জয়ী বিশ্বজয়ী হাফিজ নাইমুল হক সাদী- সিলেট।
    অনুষ্ঠানের ২য় পর্বের সাংস্কৃৃতিক পর্বে রয়েছে কুরআনের বুলবুলিদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। উক্তপর্বে প্রধান আকর্ষন হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম, দার্শনিক, রাস্ট্রচিন্তাবিদ, ইসলামিক সংগীতদ কিংবদন্তী জাগ্রত কবি মুহিব খান ও আল মজিদ সাংস্কৃতিক ফোরাম সিলেটের পরিচালক ফয়েজ আহমদ শাহরুখ। আরো থাকবেন বাংলার শ্রেষ্ঠ ইসলামিক সংগীত শিল্পী কলরব শিল্পী গোষ্ঠীর আবির হাসান, বিএফবির আরিফ বিল্লাহ, আশরাফ বিন হাসান ও জাকারিয়া সারওয়ার। আবৃতি উপস্হাপনায় থাকবেন আলী হোসাইন খান ইমন।
    কুরআনের সার্বজনীন সৌন্দর্যকে বিশ্বব্যাপি আরো সমাদৃত করতে এবং সামাজিক অপসংস্কৃতিকে প্রতিরোধ করতে দানবীর মরহুম “হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের” কর্নধার সভাপতি লন্ডন প্রবাসী, বাঙ্গালী কমিউনিটি লিডার শরীফ আহমদ ও পরিষদের সাধারন সম্পাদক হাজী পরিবারের সদস্য সিদ্দিক আহমদ রাহাত সকল ধর্মপ্রিয় মুসলমানদের অংশগ্রহন ও উপস্হিতি কামনা করছেন।