জুড়ীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

    0
    256

    হাবিবুর রহমান খান,জুুড়ী থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে মাসব্যাপি বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে ও বন্ধের দাবিতে মাঠে নেমেছে উপজেলা শহরের ব্যবসায়ীরা।

    কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা শুক্রবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।
    এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিনের নিকট মিছিল সহকারে মেলা বন্ধের দাবি জানায় ব্যবসায়ীরা।

    ব্যবসায়ীরা বলেন, একদিকে দীর্ঘদিন জুড়ী উপজেলা ভয়াবহ বন্যার কবলে ছিল। অপর দিকে রাস্তার বেহাল দশা ও ছাত্র-শ্রমিক আন্দোলনের কারনে প্রায় এক বছর থেকে জুড়ীর ব্যবসায়ীরা ক্ষতির সম্মূখীন হয়ে আসছেন। এমতাবস্থায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীর নামে মাসব্যাপি বাণিজ্য মেলা চললে স্থানীয় ব্যবসায়ীরা পথে বসবে।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, মেলার আয়োজকরা নির্ধারিত গন্ডির বাহিরে পন্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া জেলা প্রশাসন থেকে মেলার অনুমতি দেয়া হয়েছে। সেখানে আমার কিছু করার নেই।

    ব্যবসায়ীদের দাবির মুখে হুইপ শাহাব উদ্দিন বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন। তাই কোন অবস্থায় শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না। আপাতত নির্বাচন পর্যন্ত মেলা বন্ধের ব্যবস্থা নেয়া হবে।