জুড়ীতে পাহাড়ি টিলা কাটার অপরাধে ২লক্ষ টাকা জরিমানা

    0
    238
    জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী-ফুলতলা সড়কের কাজে ব্যবহারের জন্য টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা।
    এমন সংবাদে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে টিলা কাটার অপরাধের দায়ে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেন সংশ্লিষ্টদের।
    পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে টিলা কাটছিলেন জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের দায়িত্বরতরা। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় টিলা কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। পরে অর্থদণ্ড প্রদান করেন মতিয়ার। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।
    উপজেলা সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদণ্ড আরোপ এবং আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।