জুড়ীতে পলিচিকিৎসকদের সংবর্ধনা সভায়ঃহুইপ শাহাব উদ্দিন

    1
    260

    আমারসিলেট24ডটকম,০৪ডিসেম্বর,এম এম সামছুল ইসলামঃ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি বলেছেন, চিকিৎসা সেবায় পলি চিকিৎসকদের অবদান কোন অংশে কম নয়। কারণ, যেখানে এম.বি.বি.এস , এফ. আর .সি . এসসহ উচ্চ ডিগ্রিধারী চিকিৎসকরা উপজেলা, জেলা, কিংবা বিভাগীয় শহরে ধনী বা ভি আই পিদের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত থাকেন, সেখানে পলি চিকিৎসকরা দেশের অজপাড়া গাঁয়ের গরীব-দুঃখী মেহনতি মানুষসহ নিম্মবিত্ত, মধ্যবিত্ত অসুস্থ মানুষের ডাকে সাড়া দিয়ে তাদের চিকিৎসা সেবা অনবরত দিয়ে যাচ্ছেন।

    দিন নেই রাত রাত নেই যে কোনো মূহুর্তে তারা আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকেন। তাই তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারীভাবে স্বীকৃতি প্রদান প্রয়োজন। মৌলভীবাজারের জুড়ী উপজেলা পলি চিকিৎসক সমিতি সভাপতি ডাঃ কাজী আকমল হোসেনকে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য “নারী উদ্যোগ কল্যাণ সমিতি” সিলেট কর্তৃক “মাওলানা ভাসানী শাইনিং পার্সনালিটি এ্যাওয়ার্ড -২০১৪” প্রদান করায় গত বুধবার (৩/১২) সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ জনমিলন কেন্দ্রে জুড়ী উপজেলা পলি চিকিৎসক সমিতি তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    উপজেলা পলি চিকিৎসক সমিতি সভাপতি ডাঃ কাজী আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল কাইয়ুম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলি চিকিৎসক সমিতি কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডাঃ সবুজ আলী ভূইয়া, জুড়ী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা আ’লীগ আহবায়ক হাজী আজির উদ্দিন মাষ্টার, যুগ্ন আহবায়ক বদরুল হোসেন, শফিক আহমদ,“নারী উদ্যোগ কল্যাণ সমিতি” সিলেট সভানেত্রী সাহেদা সিকদার।

    আরও উপস্থিত ছিলেন,পলি চিকিৎসক সমিতি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাঃ এম এইচ কবির ভূইয়া, সিলেট বিভাগ উন্নয়ন সংস্থা (সিবিউস) প্রেসিডেন্ট প্রভাষক এইচ এম এ কাদির, সিলেট পলি চিকিৎসক সমিতি সভাপতি গুপেন্দ্র আচার্য, মৌলভীবাজার পলি চিকিৎসক সমিতি সভাপতি রাম সুন্দর গোস্বামী, সংবর্ধিত ডাঃ কাজী আকমল হোসেন, জুড়ী প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এ বি এম নূরুল হক (নয়াদিগন্ত), জুড়ী উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখরুল ইসলাম প্রমুখ।

    স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ রুবেল আহমদ, ডাঃ পিংকু দাস, ডাঃ এমদাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম।