জুড়ীতে জাল দলিল করে পৈত্রিক সম্পত্তি আত্বসাৎঃসংবাদ সম্মেলন

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জানুয়ারী,জুড়ী সংবাদদাতাঃ জুড়ী সাবরেজিষ্টারের মাধ্যমে দলিলাত করে নেয়। সংবাদ সম্মেলনের বক্তব্য দিতে গিয়ে তিন বোন কান্নায় জরিত কষ্ঠে বলেন, তাদের পিতার মৃত্যুর পর পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাই মাসুক মিয়া দেখা শুনা করতেন। তাদের অজান্তে পশ্চিম বড় ধামাই গ্রামের আত্তর আলীর পুত্র বদরুল ইসলামের যোগসাজসে দলিল লেখক মাহবুবুল আলম কে দিয়ে একটি জাল দলিল তৈরি করে তাদের তিন বোনের সই স্বাক্ষর জাল করে মাসুক মিয়ার নামে দলিল করে নেয়।

    মৃত আপ্তাব আলী ১ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। তারা হলেন মাসুক মিয়া, চন্দ্র বেগম, কমলা বেগম, মনরা বেগম ও পিয়ারা বেগম। দলিল পর্যালোচানা করে দেখা যায়, দাতা হিসেবে মৃত আপ্তাব আলীর এক কন্যার নাম মরিয়ম বেগম উল্লেখ করা হয়েছে। সংবাদ সংম্মেলনে তারা তিন বোন অভিযোগ করে বলেন, মরিয়ম বেগম নামে কোন বোন তাদের নাই। এতেই প্রমানিত হয় যে, দলিল সম্পূর্ণ জাল।

    খোঁজ নিয়ে জানা যায়, দলিল লেখক মাহবুবুল আলমের উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন সদস্য রয়েছে। তাদের সহযোগিতায় জাল দলিল তৈরি করে সে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিপূর্বে জাল দলিল তৈরির অভিযোগে দলিল লেখক মাহবুবুল আলমের বিরুদ্ধে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে (মোকদ্দমা নং ৬০/২০১৫ ইং) (স্বত্ব) বিচারাধীন আছে।