জুড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

    0
    414

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ফেব্রুয়ারী,এম এম সামছুল ইসলাম: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ (৪-১০) উদযাপনে জুড়ীতে র‍্যালী, আলোচনা সভা, শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সমূহ করা হয়। এবছরের শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’। সকালে র‍্যালীর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে ও ভূয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমানে উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্ভোধনী বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।

    প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আজির উদ্দিন, যুগ্ন আহবায়ক শফিক আহমদ, আব্দুল কাদির দারা, মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু।

    শিক্ষকদের মধ্যে মাসুক উদ্দিন, সিরাজুল ইসলাম, ফখর উদ্দিন, প্রভাষিনী মোহন্ত, আজাদ উদ্দিন প্রমুখ।