জুনে’ই জামায়াতকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের

    0
    237

    আমারসিলেট24ডটকম,১৪মার্চঃ  “ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই” এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক বলেছেন, “তবে যুদ্ধাপরাধের দায়ে চলতি বছরের জুনের মধ্যেই সরকার  জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে।

    আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে মুক্তিযুদ্ধ যাদুঘরের আয়োজনে ১৩তম মুক্তির উৎসবে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে ঢাকার পাঁচ শতাধিক স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টার ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, দেশের গান ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    এতে উপস্থিত ছিলেন, ফেরদৌসি প্রিয়ভাষিণী, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।এছাড়া বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক  অনেক  ব্যক্তিত্বরা  অনুষ্ঠানে অংশ নেন।

    গত বছরের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ আদেশের ছয় মাসেরও বেশি সময় পর দলটি নিষিদ্ধের বিষয়ে সরকারের এ পরিকল্পনার কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক। পরে ফেরদৌসি প্রিয়ভাষিণী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।