জীবন গড়ার গল্পে

    0
    252

    আমারসিলেট 24ডটকম,০২অক্টোবর:ছাত্রজীবনে নেতৃত্বের গুনাবলী অর্জনের উপায়:নেতৃত্ব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে , যাহারা রাজনীতিতে নেতাগীরি করে থাকে তাই।আসলে রাজনীতি যারা করে শুধু তাদের মাঝেই যে নেতৃত্বের প্রথা থাকবে, তা মোটেও ঠিক নয় ।আমাদের দেশের বেশিরভাগ ছাত্ররাই নেতৃত্ব অজর্নের জন্যে ছাত্র রাজনীতি বেচে নেয় ।কিন্তু মাঝে মাঝে রাজনীতিতে নেতৃত্ব নিয়ে বিরোধী পক্ষের আক্রমণে, নেতৃত্ব না পেয়ে তাদের হাতে নিহত হতে হয় অনেককেই।যার ফলে ,তার মা বাবার বুক খালি করে এবং অতি কষ্টের সময়ে পার হতে দাড়াতে হয় তাদেরকে ,আর সাথে দেশ হারায় মেধাবী ছাত্র।বন্ধু হারায় বন্ধু,একটা পরিবার হয় শুন্য ।

    শুধু রাজনীতিতে নয়,আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রেই যোগ্য নেতৃত্বের প্রয়োজন।আর তা শিক্ষার কিছু মাধ্যম হলো ,স্কাউট, বি এন সি সি ,রেড ক্রিসেন্ট সোসাইটি …এসব সংস্থা ছাত্রজীবনে নেতৃত্বের গুণাবলী অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম।বিশেষ করে বি.এন.সি.সি এর ক্যাডেট যারা ,তারাই ভালভাবে নেতৃত্ব সম্বন্ধে  জানতে পারে , এবং তা জীবনে প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগাতে সক্ষম হয়…এর কারণ হচ্ছে,স্কুল কলেজ এবং ভার্সিটির সব ছাত্র ছাত্রিরাই বি এন সি সি তে যোগদান করতে পারে,এটি সম্পুর্ন বাংলাদেশ সেনাবাহীনি এর পরিচালনায় পরিচালিত হয়ে থাকে ।

    আর যারা বি এন সি সির ক্যাডেট হতে চাইবে তারা রাজনীতি করতে পারবে না।জ্ঞান, শৃংখলা, একতা -হলো এর মূলমন্ত্র, প্রতি সপ্তাহে ক্লাসের শেষে এর ট্রেনিং হয়ে থাকে ।সম্পুর্ন সেনাবাহীনির মতই ট্রেনিং গুলো…লিডারশীপ ট্রেনিং ক্যাম্প বার্ষিক ট্রেনিং ক্যাম্প, সেন্ট্রাল ট্রেনিং ক্যাম্প, ন্যাশনাল ট্রেনিং ক্যাম্প ,ইত্যাদি ট্রেনিং ক্যাম্প এ অং শ গ্রহনের মাধ্যমেনেতৃত্বের সঠিক দিক নির্দেশনা একমাত্র ক্যাডেটরাই শিখার সুযোগ পায়।যারা সব সময় দেশের বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে বিনিয়োগ করে থাকে,এবং এরা দ্বিতীয় সারির সৈনিক ও বটে, দেশে যদি যুদ্ধের সৃষ্টি হয় তাহলে এরা সেনাবাহীনির পিছনে থাকবে, দ্বিতীয় সারির সৈনিক হিসেব ।

    বড় বড় কথা আর মার ধর কাটা কাটি করলেই নেতা হওয়া যায় না,নেতা হতে হলে দেশের মানুষ কে ভালোবাসতে হবে ।স্বার্থের লোভে নয় সবার হৃদয়ে বেচে থাকতে হলে,জীবন গড়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্তই তোমার ছাত্রজীবনটাকে বদলে দিতে পারে‍।তাই বাংলাদেশে ছাত্রজীবনে নেতৃত্ব অর্জনে , বি এন সি সির নাই তুলনা।লেখক,এক্স-ক্যাডেট,জালাল আহমেদ জয়