জিয়া পরিবারের লোভের লেলিহান শিখায় বাংলাদেশ পুড়ছেঃহানিফ

    0
    279

    রাজনৈতিক সংকট কোথায়? বর্তমানে যা চলছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ডপেট্রোলবোমা কী রাজনীতির অংশ?

    আমারসিলেট24ডটকম,১৯জানুয়ারীঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বর্তমানে দেশের পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়। যেটুকু নাশকতামূলক ও সন্ত্রাসী ঘটনা ঘটছে, তা দ্রুতই শান্ত হয়ে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক সংকট কোথায়? বর্তমানে যা চলছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। পেট্রোলবোমা কী রাজনীতির অংশ? এটা রাজনীতির অংশ হতে পারে না। লিখিত বক্তব্যে হানিফ বলেন, গতকাল বিএনপির চেয়ারপারসন অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে খালেদা জিয়ার রাজনীতির স্বরূপ উন্মোচিত হয়েছে। গতকাল বিফ্রিংয়ের মাধ্যমে তিনি যে অবরুদ্ধ নন, তা-ই প্রমাণ করেছেন। অবরুদ্ধ না থাকা সত্ত্বেও তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।

    এতে এটাই প্রমাণ করে এত দিন তিনি অবরুধের নাটক সাজিয়েছেন। যেটা আমরা আগে থেকেই বলে আসছিলাম। তিনি দাবি করেন, “আসলে আজকে জিয়া পরিবারের লোভের লেলিহান শিখায় বাংলাদেশ পুড়ছে। নারী-পুরুষ, শিশু-চিকিৎসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে পরিবহনশ্রমিক, দিনমজুর, বাসযাত্রী- কেউ রেহাই পাচ্ছেন না। জনগণ খালেদা জিয়ার এ ধ্বংসাত্মক রাজনীতির কর্মকাণ্ডকে সমর্থন করছে না বলেই তিনি জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন।

    এ জন্য বাংলাদেশের মানুষ তার চরিত্রকে নিষ্ঠুর ডাইনি বুড়ির সঙ্গে তুলনা করেন।” আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।