জাল দলিল রেজিষ্ট্রির অভিযোগে নবীগঞ্জে বরখাস্ত-১

    0
    310

    নবীগঞ্জ প্রতিনিধিঃ  জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করার অভিযোগে নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুন নূরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে দাতা সাজিয়ে আব্দুল রেজ্জাক নামের এক ব্যক্তির রের্কডীয় ভূমি বরখাস্তকৃত দলিল লেখক আব্দুন নুরের সহযোগিতায় রেজিষ্ট্রি করা হয়।

    বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, মোঃ আব্দুল রেজ্জাকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪ শতক ভুমি বর্তমান সেটেলমেন্ট জড়িপেও আব্দুর রেজ্জাকের নামে রেকর্ড হয়। ওই ৪ শতক ভুমি চলতি বছরের জানুয়ারী মাসে মৃত আব্দুস শহীদের পুত্র এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে মোঃ আব্দুল রেজ্জাক সাজিয়ে বরখাস্তকৃত দলিল লেখক আব্দুর নূর জমি রেজিষ্ট্রি করে দেন।

    এ খবর পেয়ে মোঃ আব্দুল রেজ্জাক নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে এসে সাবরেজিষ্ট্রারকে অবহিত করলে সাবরেজিষ্ট্রার নিরোধ বরণ বিশ্বাস গত ৫ আগষ্ট এই জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলিল লেখক আব্দুন নূরকে সাময়িকভাবে বরখাস্ত করেন। বিষয়টি জানতে চেয়ে নবীগঞ্জের সাবরেজিষ্ট্রারকে তার মোবাইল ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এদিকে সংবাদটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত দলিল লেখক আব্দুন নূরের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বার বার দলিল লেখক আব্দুন নূরের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।