জামায়াত-বিএনপি এদেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়

    0
    223

    শেখ আফিল উদ্দিন,এমপি।

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮নভেম্বর,এম,ওসমানঃ সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন জন্মদাতা পিতা-মাতার যেমন নিজ সন্তানের প্রতি দরদ তেমনি যে দলীয় প্রধাণ নেতৃত্ব দিয়ে এদেশটাকে বিশ্বের বুকে একটি মানচিত্র এঁকেদিয়েছেন সে দলের দরদও কম নই। শনিবার বিকালে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামে ১৩৩ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন শেষে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি একথাগুলী বলেন।

    নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এ আনন্দমুখর অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, আওয়ামীলীগ রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। ৭১-এ এদেশশের মানুষ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মায়ের ভাষার মর্যাদা অখুন্ন রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অজ¯্র মা-বোনেদের উজ্জত আর বুকের তাজা রক্তের বিনিময়ে সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীন হয়েছিল। ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা। কিন্তু পাকিস্তানের পেতাত্মারা এখনো পর্যন্ত আমাদের চারিপাশ ঘিরে আছে। তারা আমাদেরকে গ্রাস করতে চায়। তারই ধারাবাহিকতায় জামায়াত-বিএনপি এদেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। তাই তারা বারবার আমাদের ধর্মীয় ও বৈদেশিক অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে। বিদেশী নাগরিকদের হত্যা করছে। বাংলার মানুষ এখন তাদের সকল ষঢ়যন্ত্র বুঝে ফেলেছে। তারা এদেশের রাজনীতি থেকে ঝরে পড়ছে। তাই এখন বিএনপির সভানেত্রী খালেদা জিয়া যতো বুলিই ওড়াক না কেন বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখান করবে।

    এ সময় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, এদেশের আদালতে আজ জামায়াত বিএনপির মুখোশ উম্মেচন হয়েছে। সাকা-মুজাহিদসহ তাদের বাঘাবাঘা নেতাদের আইনের আদালতে অপরাধের দায়ে ফাঁসি হয়েছে।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন পত্রিকার সহকারি সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু কালাম, চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, প্রচার সম্পাদক অহিদুজ্জামান মুরাদ, নাভারন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান রনি, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম পারভেজ, সহ-সভাপতি শাহাজালাল সোহেল, আল ইমরান, সুমন হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মাহমুদ, কামাল হোসেন, হাসানুজ্জামান তাজিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন রুবেল, আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুমন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন রাব্বিসহ স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।