জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিন ও অধ্যাপক আফসার উদ্দিন

    0
    460

      বাপ্পাদিত্য বসু 

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দুটি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আফসার উদ্দিনকে (আফসার আহমদ)নিয়োগ দেওয়া হয়েছে।JU Deputy vc

    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি জানানো হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আফসার উদ্দিনকে (আফসার আহমদ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন।

    শনিবার তারা দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

    উল্লেখ্য, গত বছরের ৮ জানুয়ারি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান ও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর থেকে এই দুটি পদ শুন্য ছিল।