জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পাশ

    0
    220

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুন,ডেস্ক নিউজঃ  আজ (বৃহস্পতিবার) ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পাস হবে। তবে তার আগে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। কিছু কিছু বিষয়ে কাজ করছি। এগুলো খুব বড় কিছু না।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি বিষয়ে ছোটখাটো পরিবর্তনের বিষয়ে প্রস্তাবনা দিতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতের করপোরেট ও সবুজ শিল্প কর, আইসিটির ওপর বর্ধিত কর প্রত্যাহার অন্যতম। এছাড়া বিনিয়োগ বাড়ানো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ করতে পারেন বলে মনে করা হচ্ছে। পরে সে আলোকেই বাজেট পাস হবে।

    উল্লেখ্য, গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার (যা জিডিপির ১৮.৩ শতাংশ) বিশাল বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।