জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নড়াইলে সংবাদিকদের ওরিয়েন্টেশন

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩এপ্রিলঃ সুজয় কুমার বকসীঃ নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল ভাবে পালন উপলক্ষে  সংবাদিকদের  ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়,মাইক্রোনিউট্রিয়েন্ট, ইনিসিয়েটিভ, বিশ্ব ব্যাংক এবং ইউনিসেফ এর সহযোগীতায় সিভিল সার্জন অফিসের সভা কক্ষে সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস এম জাফরি, ইউনিসেফের খুলনা বিভাগীয়  কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শারমিন সুফি,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সঞ্জিত কুমার সাহা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ইপিআই কর্মকর্তা মোঃ ফোরকান আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ৩০ জন সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

    কর্মশালায় জানানো হয়,এ বছর জেলায় ৯৬০ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার শিশুকে ১টি করে নীল রঙের “এ” ক্যাপসূল ( ১ লক্ষ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮২ হাজার শিশুকে ১টি করে লাল রঙের “এ” ক্যাপসূল ( ২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এ ছাড়া এ ক্যাম্পেইনের ১ মাস পর আগামী ২৪মে থেকে ২৩ জুন পর্যন্ত ২ থেকে ৫ বছরের সকল শিশুকে ডিসপারসেবল কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।

    উল্লেখ্য,বাংলাদেশ থেকে অপুষ্ঠি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে আগামি ২৫ এপ্রিল শনিবার সারাদেশে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।