জাতীয় উদ্যান লাউয়াছড়ায় ধোয়া জ্বালিয়ে শুটিং !

0
973
জাতীয় উদ্যান লাউয়াছড়ায় ধোয়ায় আচ্ছন্ন করে শুটিং!
জাতীয় উদ্যান লাউয়াছড়ায় ধোয়ায় আচ্ছন্ন করে শুটিং!

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে আজ বুধবার ৮ জুন শুটিং হয়ে গেল। যেখানে লোক চলাচলে রয়েছে বিধি নিষেধ, সেখানে ধোয়ায় আচ্ছন্ন করা হয়েছে বন। জেনারেটরের বিকট শব্দে প্রকম্পিত হয়েছে বনের স্বাভাবিক নিস্তব্ধতা। ধোয়ায় আচ্ছন্ন বনের এক কিলোমিটারের প্রানীরা ভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। প্রায় ৫০-৬০ জন লোকের পদচারণায় বনের পরিবেশে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে।
কি করে একটি সংরক্ষিত বনে শুটিং হয়ে গেলো, জনমনে প্রশ্ন।
তবে উল্লেখিত কারনে সাপ, পাখি ইত্যাদি বন্যপ্রানীর প্রজনন মৌসুমে শুটিং করা যে বন্যপ্রাণীদের জন্য ক্ষতিকর সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এ ব্যাপারে জানতে চাইলে রেঞ্জ অফিসার শহিদুল ইসলাম জানান, এ সময় তিনি কালাছড়া বিটে কর্মরত ছিলেন। খবর পেয়ে তিনি স্পটে এসে শুটিং বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে ডিএফও রেজাউল করিমকে অবগত করেন। ডিএফও তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দেন এবং তদন্তের নির্দেশ দেন।
ডিএফও রেজাউল করিম বলেন, “বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলেই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।”