জশনে জুলুস সাহাবাগন করেছেন,আল্লামা সিরাজনগরী

    0
    299

     

     

     

     

     

     

     

     

    নিজস্ব প্রতিনিধিঃ মহা সমারোহে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর জশনে জুলুস পালন উপলক্ষ্যে ঐতিহ্যবাহি সিরাজনগর দরবার শরিফ এর উদ্যোগে দরবারের পীরছাহেব অধ্যক্ষ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সাহেব কিবলার নেতৃত্বে বুধবার সকাল ৯ ঘটিকায় জসনে জুলুস পালনে শ্রীমংগল এর উদ্দেশ্যে রওয়ানা হয়ে শ্রীমংগল শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে আল্লামা ছাহেব কেবলা সিরাজনগরী হুজুরের বড় ছাহেবজাদা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ এর সভাপতিত্বে পথ সভা অনুষ্টিত হয়

    এ সময় জেলা ছাত্রসেনার সভাপতি এম এ এম রাসেল মুস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা পীর ছাহেব কেবলা সিরাজনগরী, মাওঃ ফারুক আহমদ দিনারপুরী মাওঃ শেখ জুবায়ের আহমদ রহমতাবাদী প্রমুখ।

    পরে একই দিনে দুপুর থেকে আছরের পুর্ব পর্যন্ত মৌলভীবাজা‌র জেলা শহরে বাংলা‌দেশ ইসলামী ফ্রন্ট, যুব‌সেনা ও ছাত্র‌সেনার সাহ‌যো‌গিতায় আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার উদ্যোগে জশ‌্নে জুলু‌ছে ঈ‌দে মিলাদুন্নবী (দ:)  ও আলোচনা সভার সভাপ‌তি পীর আলী নুরুল্লাহ শাহ্ এর সভাপ‌তি‌ত্বে ও যুব‌সেনার জেলা সভাপ‌তি, এম মু‌হিবুর রহমান মু‌হিব এর প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় আহ‌লে সুন্নাত ওয়াল জামা‌আত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান, আল্লামা ছা‌হেব কিবলা সিরাজনগরী (মা:‌জি:আ:)

    পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা সিরাজনগরী (মাঃ)।

    জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আহলে সুন্নাতের স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর আল্লামা সিরাজনগরী,বক্তব্য রাখেন-এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করেন যে,”যারা বলেন ঈদে মিলাদুন্নবির জশনে জুলুস সাহাবাদের যুগে ছিল না তারা মূলত কিতাব পড়ে না পড়লে এ ভাবে বলতে পারতোনা। দীর্ঘ আলোচনায় তিনি বিভিন্ন দলীল দিয়ে প্রমাণ করে বলেন প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনিকে ইস্তেকবাল করার জন্য স্বাগতম জানানোর জন্য তৎকালীন সময়ে মদিনার পুরুষ-মহিলা, কিশোর কিশোরীরা আনন্দ মিছিলের মাধ্যমে (জশনে জুলুস) প্রিয় নবীকে বরণ করেন।ঐ সময় যারা বৃদ্ধ  এবং অসুস্থ নারীপুরুষ ছিল তারা ঘরসহ বিভিন্ন স্থাপনার উপর থেকে এ মনোরম দৃশ্য অবলোকন করেন।যদিও ঐ সময় পর্দার আয়াত নাজিল হয়নি।”

    তিনি আরও বলেন,”যারা বলেন জশনে জুলুস ছিলোনা তাদের বলবো মনোযোগ দিয়ে কিতাবাদী পড়েন তাহলে বুঝতে অসুবিধা হবে না”

    পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পালন উপলক্ষ্যে উপস্থিত মুসুল্লিবৃন্দ ।

    এর আগে বক্তব্য রা‌খেন, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প‌রিষ‌দের প্রে‌সি‌ডিয়াম সদস্য, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন,কেন্দ্রীয় শ্রম ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক, মাওঃ শাহ্ জালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় সদস্য, অধ্যক্ষ মোল্লা শহ‌ীদ আহমদ, জেলা ইসলামী ফ্রন্টের সভাপ‌তি, মাওঃ হা‌রিছ আল-কাদরী, সহ সভাপ‌তি, অধ্যক্ষ মুফ‌তি শেখ শি‌ব্বির আহমদ, সি‌নিঃ সহ সভাপ‌তি, জন‌নেতা মাওলানা আবদুল মু‌হিত হাসানী, জেলা সাঃ সম্পাদক, কা‌জী মোঃ কুতুব উ‌দ্দিন,জেলা ছাত্রসেনার সভাপতি এম এ এম রাসেল মোস্তফা।

    এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, ইসলামী ফ্রন্ট, যুব‌সেনা ও ছাত্র‌সেনা জেলা শাখার নেতৃবৃন্দ। জশ‌নে জুলুছ শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে টাউন ঈদগাহ ময়দা‌নে এসে মিলাদ ও দোয়ার মাধ্য‌মে প‌রিসমা‌প্তি হয়।

    ঈদে  মিলাদুন্নবির অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন,বৃটেনের কমিউনিটি লিডার সাংবাদিক ও সম্পাদক মুন্সুর মকিস,আমার সিলেট সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,শেখ দেওয়ান আহমদ,মাওঃ আবু তাহের মিছবাহ,মাওঃনুরুল আবাছার চৌধুরী কাজির,মাওঃ আমিনুর রহমান আফরুজ সাহাবউদ্দিন আহমদ,শাহ ফয়জুল মুস্তফা,আবদুল মাজিদ,ডা: মামুনুর রশিদ,এম এ শিপন,মনিরুল ইসলাম চৌধুরী মোহন,শাহ কামরুল ইসলাম,আশরাফুল খান রুহেল,শেখ ময়নুল ইসলাম।

    উপস্থিত ছিলেন, শেখ আহমদ রেজা,কাইউম আহমদ,কবি জাবেদ ভুইয়াসহ জেলার নেতৃস্থানীয় অন্যান্য ব্যাক্তিবর্গ।