জলাতঙ্ক নির্মূলের জন্য জৈন্তাপুরে অবহিতকরণ সভা

    0
    430

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি: ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ হতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সিলেট জেলার ব্যাপকহারে টিকাদান কার্যক্রমে অংশ গ্রহনের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকারের সভাপতিত্বে ও ডা. এহতেশামুল হক চৌধুরীর স াচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শিক্ষা কর্তকর্তা আব্দুল জলিল তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, ইউপিআই কর্মকর্তা ইসমাইল আলী, উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টার মোঃ শহিদুল ইসলাম মোল্লা, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির ও স্বাস্থ্য সহকারী করুনা কান্ত দেব, নুরুল ইসলাম।