জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি খাত

    0
    250

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০২ সেপ্টেম্বর  : জলবায়ু পরিবর্তনে ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি খাত। প্রত্যেক ফসলের ফলনের জন্য একটি নিদিষ্ট পরিবেশ আছে । এই পরিবেশের কোন প্রকার ব্যতিক্রম হলে ফসলের ফলন কমে যাবে অথবা হবে না। পরিবেশের এই পরিবর্তনের ফলে ফসলের গঠনের পরিবর্তন হচ্ছে। ফলে করে ফসলের কাংখিত ফলন হচ্ছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক সর্বোপরি দেশ।সেমিনারে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনে ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে।

    এখন যদি কোন কার্যক্রয় প্রদক্ষেপ না নেয়া হয় তাহলে আগামী ২০ থেখে ২৫ বছরের মধ্যে ঢাকায় পানিতে লবনাক্ততা প্রবেশ করবে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যোগে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তনে কৃষির প্রভাব বিষয়ক সেমিনার । উক্ত সেমিনারে টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ শেকৃবির বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থী অংশগ্রহন করেন।