জমি রক্ষার দাবীতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মানববন্ধন

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জানুয়ারী,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চান্দ পুর চা বাগানের শ্রমিকদের ৫১১ একক  ধানী জমি দখল করে জমিতে স্পেশাল ইকোনোমিক বানাতে  চা বাগান মালিক পক্ষকে উপর লেভেল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে  ইকোনোমিক জোন করার জন্য চা শ্রমিক এর বসবাড়ি ধানী জমি দখলের পথে।

    আজ বিকেল ৪ টায় শ্রীমঙ্গল চৌহমুনা চত্বরে মানববন্ধ আয়োজন করে চান্দ পুর ভালিশিরা চা শ্রমিকরা মানব বন্ধনে বক্তব্য দেন আরপি নিউজ এর সম্পাদক, দ্বারিকাপাল মহিলা কলেজে প্রভাষক জলি পাল, সভাপতি বালিশারা ভ্যালী কার্যকরী পরিষর্দ এর বিজয় হাজরা,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন অর্থ সম্পাদক পরেশ কালরন্দী,কার্যকরী সভাপতি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন,  শ্রীধনী কুর্মী, সাধারন সম্পাদক বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রামভজন কৈরী,কেন্দ্রীয়য় কমিটি সদস্য চা ছাএ যুব পরিষদ।

    মানব বন্ধনে প্রায় ১৫০ শতাধিক চা শ্রমিক অংশ নেয়। অবিলম্বে ৫১১ একর জমিন স্পেশাল ইকোনিক জোন বাতিক করার দাবী জানান সরকারের কাছে চা শ্রমিকরা।মানব বন্ধনে আসা এক শ্রমিক জানান মাটি আমার মা প্রয়োজনে আমরা জান দিতে রাজী তবুও আমাদের  মাটিতে ইকোনোমিক জোন বানাতে দিবো না।