ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়েয় পাল্টা মামলা

    0
    228

    আমার সিলেট  24 ডটকম,১৯নভেম্বর,চুনারুঘাট প্রতিনিধিজমি সংক্রান্ত বিরোধের জের শাক দিয়ে মাছ ঢাকা। চুনারুঘাটে আহত ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই’র মামলা পাল্টা মামলা করেছে। বড় ভাই ছোট ভাইয়ের ডান হাত ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহত শামীম মিয়া চুনারুঘাট হাসপাতালের বেডে কাদরাচ্ছে। এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের উত্তর গোড়ামী গ্রামের মৃত ছদর হোসেনের তিন ছেলের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত ৯ নভেম্বর দুপুরে বড় ভাই নানু মিয়া ও সাইদুল মিয়াসহ ৫/৬জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছোট ভাই শামীম মিয়ার বশত ঘরের সামনে গিয়ে এলোপাতারী হামলা চালায় এ সময় ছোট ভাই শামীম বাধা দিলে শামীমসহ তার স্ত্রী নার্গিস আক্তারকে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় শামীম মিয়ার ডান হাতের কনুই ভেঙ্গে প্রায় দ্বিখন্ডিত হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শামীম মিয়া (৩০), নার্গিস আক্তার (২৫) কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত শামীম মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে। তাদের চিকিৎসা চলাকালীন বড় ভাই নানু মিয়া তার অপকর্ম ঢাকতে শামীম মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। নানু মিয়ার মামলা দায়েরে এলাকার সচেতন মহলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে যে, গুরুতর আহত ব্যক্তির বিরুদ্ধে কিভাবে মামলা হয়? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে অপরাধি নানু।