চুনারুঘাটে ১ জনকে কুপিয়ে আহত করে ৩ লাখ টাকা ছিনতাই

    0
    233
    আটককৃত ছিনতাইকারী
    আটককৃত ছিনতাইকারী

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জানুয়ারী,ফারুক মিয়া: চুনারুঘাটে ছিনতাইকারীর উপোর্যপরি  দায়ের কুপে ফ্লেক্সিলোড ব্যবসায়ী সারোয়ার (৩৮) গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় লোকজন মোতাব্বির নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ সোর্পদ করেছে। এ সময় ফ্লেক্সিলোডের প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জের মেসার্স শরীফ স্টোর এর গ্রামীন ফোনের ফ্লেক্সিলোড মার্কেটিং ম্যানেজার সারোয়ার হোসেন চুনারুঘাট উপজেলার লালচান্দ, দেউন্দী ,শানখলা, শাকির মোহাম্মদ এলাকা থেকে ফ্লেক্সিলোডের টাকা উত্তোলন করে শেষে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন।

    পথিমধ্যে শাকির মোহাম্মদ ব্রীজ সংলগ্ন স্থানে উৎপেতে থাকা ২/৩ জন ছিনতাইকারীর একটি দল তার পথ গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র, দিয়ে কুপাতে শুরু করে। তার সুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পাইকুড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে ছিনতাইকারী মোতাব্বির হোসেন (২০) কে লোকজন হাতে নাতে ধরে  আটক করে পুলিশে দেয়। চিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে সারোয়ারের দু হাত ক্ষতবিক্ষত হয়েছে। মোতাব্বির এলাকার কুখ্যাত ডাকাত বলে স্থানীয়রা জানায়। আহত সারোয়ার পাইকপাড়া গ্রামের মৃত ঠিকাদার গোলাম হোসেনের ছেলে ।